নয়াদিল্লি : ব্রহ্মাস্ত্র খাদ্য নিরাপত্তা বিল। আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে লোকসভায় বিলটি পাশ করতে মরিয়া কংগ্রেস।
তাই খাদ্য নিরাপত্তা বিলকে খাদ্যের অধিকার রক্ষা প্রকল্প নাম দিয়ে, এর ইতিবাচক দিক ফুটিয়ে তুলতে সক্রিয় হলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। রাহুল জানান, খাদ্যের অধিকার সুনিশ্চিত করতে বদ্ধপরিকর ইউপিএ সরকার। সব ধরণের বাঁধাকে অতিক্রম করে প্রত্যেক গরিবের মুখে খাবার তুলে দেবে সরকার।
এরআগে ‘কেরল যাত্রার‘ সূচনা অনুষ্ঠানে কংগ্রেসের সেকেন্ডে-ইন-কম্যান্ড বলেন, ‘দেশের কোনও গরিবের রাতই আর খালি পেটে কাটবে না। সেই লক্ষ্যেই প্রকল্পটিকে চালু করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সরকার ও দলের লক্ষ্য ভারতের গরিব ও যুবদের উন্নয়নে কাজ করা। ’
এদিকে কেরলে উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে কংগ্রেসের সহ-সভাপতির দাবি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্পের সুফল প্রত্যেকের ঘরে-ঘরে পৌঁছে যাচ্ছে।
বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৩
সম্পাদনা: এসএস