নয়াদিল্লি: চাঁদ ও মঙ্গলে অভিযান চালাতে পরবর্তী সময়ে ভারতকে সঙ্গী হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
নাসার অধ্যক্ষ চার্লস বোল্ডেন চতুর্থ ভারত-মার্কিন যৌথ বৈঠক শেষে একসঙ্গে গবেষণা চালিয়ে এ ধরনের অভিযান পরিচালনার কথা ঘোষণা দেন।
মূলত, ২০০৮ সালে ভারতের সফল চন্দ্র অভিযান ‘চন্দ্রায়ন-১’ উৎসাহিত করেছিল মার্কিনদেরও। তাই, সম্ভাবনাময় ভারতীয় প্রতিভাবানদের সঙ্গে নিয়ে কাজ করার এই পরিকল্পনা নাসার।
জানা গেছে, চাঁদ ও মঙ্গলে নাসার উদ্যোগে পরিচালিত আসন্ন অভিযানে সক্রিয় সহযোগিতায় থাকবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। ভারতীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযান চন্দ্রায়ন-১ চাঁদে যে চমকপ্রদ আবিষ্কার ও গবেষণা চালিয়েছে, তাতে নাসা মুগ্ধ।
শুধুমাত্র মহাকাশ বা গ্রহান্তরের গবেষণাতেই নয়, ভূপ্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহগুলোর বিভিন্ন তথ্য আদান-প্রদান করার ক্ষেত্রেও ভারতকে সঙ্গী হিসেবে পেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।
এ ধরনের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আবহাওয়া ও প্রাকৃতিক বিপর্যয়ের আগাম খবর পাওয়া যায়। তাই, উন্নততর প্রযুক্তির মাধ্যমে কম খরচে আরো শক্তিশালী উপগ্রহ তৈরিতেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২১, ২০১৩
সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর