ঢাকা: শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন ভারতের অরুনিমা সিনহা। মঙ্গলবার স্থানীয় সময় ১০ টা ৫৫ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন তিনি।
আর এ মাধ্যমে প্রথম প্রতিবন্ধী হিসেবে এভারেস্ট জয় করার গৌরব অর্জন করলেন তিনি- ভারতের একটি সংবাদ মাধ্যমের দাবি।
দুর্বৃত্তরা একটি চলন্ত ট্রেনে থেকে ফেলে দিলে ডান পা হারান ভারতের জাতীয় পর্যায়ের সাবেক ভলিবল খেলোয়ার অরুনিমা। ২০১১ সালের ১২ এপ্রিল লক্ষ্ণৌ থেকে দিল্লি ট্রেন ভ্রমণকালে কতিপয় গুন্ডা তার চেইন ছিনতাই করার চেষ্টা করলে তিনি বাধা দেন। বাধা দেয়ার কারণে গুন্ডারা তাকে পদ্মবতী এক্সপ্রেস ট্রেনের সাধারণ বগি থেকে ছুড়ে ফেলে দেয়। এতে তিনি ডান পায়ে মারাত্মক আঘাত পান। সেদিন থেকে তার আর ভলিবল খেলা হয়নি।
এভারেষ্ট অভিযানে যাওয়ার আগে তিনি ভারতের এক সংবাদ মাধ্যমকে জানান, হাসপাতালে থাকাকালে নিজের জীবনকে ফের সুন্দরভাবে গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ওই সময় আরুনিমা বলেন, “সেই সময়ে সবাই আমার জন্য উদ্বিগ্ন ছিল। তখন আমার মনে হয়েছে আমাকে এমন কিছু করতে হবে যাতে মানুষ আমাকে করুণার চোখে না দেখে। আমি অনেকের সম্পর্কে পড়েছি যারা মাউন্ট এভারেস্ট আরোহন করেছে। আমি আমার বড় ভাই ও আমার কোচের সঙ্গে কথা বললাম। তারাই আমাকে উত্সাহিত করেছে। ”
ক্রিকেটার যুবরাজ সিংয়ের কাছেও পেয়েছেন তিনি অনুপ্রেরণা। এ সম্পর্কে তিনি বলেছিলেন, “তিনি (যুবরাজ সিং) আমাকে এক লাখ টাকার একটি চেক পাঠান এবং আমার সঙ্গে কথা বলেন। আমি তখন জানতে পারি তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। ক্যান্সার থেকে সেরে ওঠে তিনি ভারতীয় দলে আবার খেলছেন, তখন আমি নিজেকে বললাম যদি তিনি পারেন তাহলে আমি কেন পারব না। আমিও আমার জীবন নিয়ে কিছু করতে পারব। ”
তিনি আরও আত্মবিশ্বাসী হয়েছিলেন যখন তিনি প্রথম এভারেস্ট জয়ী নারী বাচেনদ্রি পালের সঙ্গে সাক্ষাৎ করেন। বাচেনদ্রি টাটা স্টিল অ্যাডভেঞ্জার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
টাটা গ্রুপের এভারেস্ট জয় অভিযানের অংশ হিসেবে ভারতের উত্তর প্রদেশের আমবেদকার নগরের বাসিন্দা আরুনিমা এভারেস্টের চূড়ায় উঠেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ২১ ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর eic@banglanews24.com