কলকাতা: পশ্চিমবঙ্গে রাজনীতির পালা নিয়ে যখন একে অপরের দোষারোপ করে চলেছেন। ঠিক সেই সময় এবার জনসভা নিয়েও শাসক দলের সঙ্গে বিরোধী দলের বিবাদ শুরু হয়েছে।
এবার কলকাতার হাজরা মোড়ে পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জনসভার অনুমতি দিল না পুলিশ। আগামী ২৫ মে হাজরায় জনসভা করার কথা সাবেক মুখ্যমন্ত্রীর। নিয়ম মত কলকাতা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ভবানীপুর থানায়, ডিসি সাউথ এবং যুগ্ম পুলিশ কমিশনারকে সভার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়।
উত্তরে কলকাতার ভবানীপুর থানা বামেদের জানিয়েছে, তারা ওই সভার অনুমতি দিতে অপারগ। ওই চিঠি পেয়ে পুলিশ কমিশনারকে ফোন করেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। উল্লেখ্য ওই এলাকায় থাকেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তারপরেও মেলেনি সভার অনুমতি। বামেদের সিদ্ধান্ত, পুলিশ অনুমতি না দিলেও ওই দিন হাজরা মোড়ে সভা করবে তারা। তাই ২৫ মে জনসভাকে কেন্দ্র করে একটি চাপা উত্তেজনা থাকছে বলে রাজনৈতিক মহলে ধারণা।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৩
সম্পাদনা: এসএস