ঢাকা: পোপ ফ্রান্সিস কি মন্ত্ররাজ! মন্ত্র দিয়ে ফ্রান্সিস মানুষকে বশ করতে জানেন- আগে থেকেই এ নিয়ে অনেকের মনে সন্দেহের উদ্রেক হলেও রোরবার একটি ঘটনা তার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
ওই দিন পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কয়ারে মহাসমাবেশের পর এক অসুস্থ ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দেন ও প্রার্থনা করেন।
হুইল চেয়ারে বসে থাকা ওই ব্যক্তির মাথায় পোস ফ্রান্সিস যখন হাত রেখে প্রার্থনা করেন তখন তিনি (অসুস্থ ব্যক্তি) গভীরভাবে কয়েক বার নিশ্বাস নেয়। ঝাঁকুনিও হয় তার।
ইতালিয়ান বিশপ সম্মেলনের টেলিভিশন কেন্দ্র জানায়, শয়তানমুক্ত করতে পোপ ফ্রান্সিস মন্ত্র পড়েন না প্রার্থনা করেন-এ নিয়ে একটি জরিপ চালানো হয়েছে।
মঙ্গলবার ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সিস কোনো মন্ত্র পড়েন নি । তবে তিনি প্রায়ই অসুস্থ বা ভুক্তভোগীদের সাহায্য করার জন্য তিনি কেবল প্রার্থনা করেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ২১, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান, নিউজরুম এডিটর। eic@banglanews24.com