কলকাতা : পশ্চিমবঙ্গে অনলাইন লটারি বন্ধের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি জানিয়েছেন সরকার খুব তাড়াতাড়ি এ সংক্রান্ত আদেশ জারি করবে।
মুখ্যমন্ত্রী বলেন অনলাইন লটারি একটি সামাজিক সমস্যা। এর ফলে পশ্চিমবঙ্গের বহু পরিবার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তিনি বিগত বাম সরকারের সমলাচনা করে বলেন অনলাইন লটারি বিগত সরকারের সময় থকেই শুরু হয়েছিল।
এই ব্যবসা সেই সময় ফুলে ফেঁপে উঠেছিল। মুখ্যমন্ত্রী আরও জানান যদিও অনলাইন লটারি এখন অনেকটা নিয়ন্ত্রণে তবুও সরকারিভাবে এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।
উল্লেখ্য কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় এই অনলাইন লটারি ব্যবসা চালু হয়েছে। অলিতে-গলিতে এই অনলাইন লটারির দোকান খোলা হয়েছে। প্রতিদিন বহু মানুষ এই লটারি খেলে সর্বস্বান্ত হচ্ছেন।
এর আগেও বেশ কয়েকবার অনলাইন লটারি নিষিদ্ধ করার কথা হয়েছিল। কিন্তু সেগুলি বাস্তবায়িত করা যায়নি। মনে করা হচ্ছে একদিকে সারদা গোষ্ঠীর বিপুল টাকা প্রতারণা, অন্য দিকে ক্রিকেট জুয়ার কালো ছায়া সরকারকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
এছাড়াও এদিন মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যে ভেজাল ও খাবারে বেআইনি রঙ মেশানোর ব্যাপারে সচেতন করে দেন। তিনি বলেন এনফোর্সমেন্ট ডাইরেকটরেটকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে- যারা এ ভেজালের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মে ২২, ২০১৩
ভাস্কর/ সম্পাদনা: এসএস