ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে খসড়া ইমিগ্রেশন বিল পাস

শিহাব উদ্দীন কিসলু, স্পেশাল করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, মে ২২, ২০১৩
যুক্তরাষ্ট্রে খসড়া ইমিগ্রেশন বিল পাস

নিউইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১১ মিলিয়ন কাগজপত্রহীন ইমিগ্র্যান্টদের নাগরিকত্ব লাভে ইমিগ্রেশন সংস্কারে খসড়া বিলটি মঙ্গলবার পাস করেছে যুক্তরাষ্ট্র সিনেট জুডিসিয়ারি কমিটি।

বিলটি আইন হিসেবে পাস হতে এ জুনেই সিনেটের পূর্ণ অধিবেশনের  ভোটে দেওয়া হবে।



এর ফলে, সিনেট জুডিসিয়ারি কমিটি কর্তৃক খসড়াটি পাসের সঙ্গে সঙ্গে ভাগ্য খুলে গেল দক্ষ হাইটেক কর্মীদের। ভারত ও অন্যান্য দেশের পাশাপাশি এখন বাংলাদেশের দক্ষ কম্পিউটার কর্মীরা যোগ্যতা দিয়ে ‘স্বপ্নের দেশ’ যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের সুযোগ পাবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সিনেট জুডিসিয়ারি কমিটিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু’দলের চাওয়া-পাওয়ার একটি সমঝোতায় অবশেষে ১৩-৫ ভোটে এ বিলটি পাস হয়।

এছাড়া দু’দলের সমঝোতার ক্ষেত্রে সমকামীদের অধিকার নিয়ে কিছু বিষয় বাড়তি যোগ করা হয়েছে এতে।
উল্লেখ্য, ইমিগ্রেশন সংস্কারে খসড়া বিলটিতে সমকামী ও বিদেশি দক্ষ শ্রমিকদের বিষয় নিয়ে সৃষ্ট জটিলতায় অত্যন্ত কষ্টসাধ্য সমঝোতা প্রক্রিয়ায় ৫ দিনে ৩০১টি সংশোধনী চূড়ান্ত করা হয়।

এ সমঝোতা আলোচনায় নেতৃত্ব দেন ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর প্যট্রিক জে লেহী। প্রভাবশালী সিনেটর অরেন হ্যাচ সিনেটর বিদেশি শ্রমিকদের বিষয়ে তার সংশোধনী নিয়ে অনড় থাকলে শেষমুহূর্তে জটিলতা বাড়ে।

শেষে দেন-দরবারের একপর্যায়ে সিনেট জুডিসিয়ারি কমিটিতে তার সংশোধনী কণ্ঠভোটে পাস করা হলে তিনি সিনেটের পূর্ণ অধিবেশনের বিলটি পাসের পক্ষে ভোট দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

এদিকে, নিউইয়র্ক থেকে নির্বাচিত জ্যেষ্ঠ সিনেটর চাক শুমার এ বিলে এইচওয়ান ভিসার সংখ্যা প্রস্তাবিত এক লাখ ১০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ ১৫ হাজারে উত্তীর্ণ করতে এবং সর্বোচ্চ সংখ্যা বাৎসরিক এক লাখ ৮০ হাজার পর্যন্ত করতে প্রস্তাব পাসে সক্ষম হয়েছেন।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পর্যবেক্ষক মহলসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনগুলো খসড়া ইমিগ্রেশন বিলটিকে অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন আইন সংস্কারে ও কাগজপত্রহীন ইমিগ্র্যান্টদের কোনো সফল উদ্যোগ গ্রহণ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ২২, ২০১৩
সম্পাদনা: এমএমকে, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।