কলকাতা : ভারত এবং আমেরিকা যৌথভাবে সন্ত্রাসবাদকে নির্মূল করার ডাক দিল। বুধবার বোস্টনে এই যৌথ বিবৃতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী সুশীল কুমার সিন্ডে এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি জুনেট ন্যাপলিটানো এ ঘোষণা দেন।
কোন দেশের নাম না করে তারা বিশ্বের সব দেশে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে কার্যকারী পদক্ষেপ নেবার কথা জানান। এই যৌথ বিবৃতিতে এই দুই দেশ সন্ত্রাসবাদ নির্মূল করার ক্ষেত্রে তাদের প্রচেষ্টার কথা মনে করিয়ে দিয়ে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দ্বিপক্ষীয় প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথাও জানান।
দ্বিপক্ষীয় প্রচেষ্টার ফলাফলের উপর ভিত্তি করে দুই দেশ তাদের সন্তুষ্টির কথা জানায়। সন্ত্রাসবাদ ছাড়াও যে বিষয়গুলি এই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে সেগুলি হল- বেআইনী ও কালো টাকার লেনদেন নিয়ন্ত্রণ, বড় শহর গুলির নিরাপত্তা, ইন্টারনেট নিরাপত্তা ও জরুরী পরিকাঠামোর নিরাপত্তা, বন্দর, সীমা সুরক্ষা, পণ্য পরিবহন সুরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় বেশি করে তথ্য আদান প্রদান করা এবং আলোচিত সব বিষয় আরও বেশি করে যৌথ উদ্যোগ গ্রহণ করা।
ভারত এবং আমেরিকা ইন্টারনেট নিরাপত্তা ও জরুরী পরিকাঠামোর নিরাপত্তা, অবৈধ লেনদেন ইত্যাদি বিষয় পরিকাঠামো তৈরি করতে ইচ্ছুক। তাই আগামী দিনে তারা বেশ কয়েকটি ওয়ার্কশপ এবং হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করবে বলে এই যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
আগামী বছরে বড় শহর গুলির নিরাপত্তা বিষয় বেশ কয়েকটি আলোচনা সভার আয়োজন করা হবে। এই বিবৃতিতে জানানো হয়েছে- দুই দেশ আগামী দিনে একে অপরের কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য আদান-প্রদান করবে।
বোস্টন ছাড়ার আগেই প্রতিরক্ষামন্ত্রী ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেসন (এফবিআই) এর ডিরেক্টর রবার্ট এস মুলার এবং আমেরিকার অ্যাটর্নি জেনারেল এরিক ফোল্ডারের সাথে কথা হবে।
বাংলাদেশ সময়:১৩৩৯ ঘণ্টা,মে ২২,২০১৩
ভাস্কর/সম্পাদনা: এসএস