ঢাকা: যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে অভিশংসন (ইমপিচমেন্ট) চান যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি নাগরিক! শুধু তাই নয়, ওবামার রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের প্রতি চার জনে একজন তার এ অভিশংসন চান।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রাজনৈতিক অনলাইন পত্রিকা ওয়ার্ল্ডনেটডেইলির জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
জরিপকারীদের একজন ফ্রিজ ওয়েনজেল বলেন, “ওবামার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা হয়তো একটু দ্রুতই শুরু করেছেন কংগ্রেসের সদস্যরা। কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ এ নিয়ে সত্যি সক্রিয় হয়ে উঠেছে। ”
তিনি জানান, ওয়াশিংটন এখন যেসব কেলেঙ্কারিতে ভুগছে, সেসবের জন্য ওবামার অভিশংসন চান জরিপে অংশগ্রহণকারী প্রায় অর্ধেক আমেরিকান।
বেনগাজি কেলেঙ্কারির জন্য অভিশংসন চান ৫০ দশমিক ১ ভাগ, যাদের মধ্যে ২৭ দশমিক ৬ ভাগই ডেমোক্র্যাট। রক্ষণশীল খ্রিস্টান সংগঠনগুলোকে উদ্দেশ্যমূলকভাবে হেয় করার জন্য অভিশংসন চান ৪৯ ভাগ, যাদের মধ্যে ২৪ দশমিক ৪ ভাগ ডেমোক্র্যাট। ওবামা প্রশাসন নিজেদের ব্যাপারে জানার জন্য অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্টারদের টেলিফোন রেকর্ড ঘাঁটাঘাঁটি করায় অভিশংসন চান ৪৮ দশমিক ৬ ভাগ আমেরিকান, যার ২৬ দশমিক ১ ভাগই ডেমোক্র্যাট।
এর আগে মাত্র গত সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের একটি জরিপে দেখা গিয়েছিল, প্রেসিডেন্ট হিসেবে ওবামার প্রতি জনসমর্থন স্থিতিশীল রয়েছে। তবে এ জরিপ কেবল চাটুকারিতা ও লোকদেখানো বলে উল্লেখ করেছে ওয়ার্ল্ডনেটডেইলি।
পত্রিকার পক্ষ থেকে জরিপটি চালিয়েছে ওয়েনজেল স্ট্র্যাটেজিস নামে একটি জরিপ সংস্থা। তারা টেলিফোন করে মার্কিন নাগরিকদের কাছে ওবামার ব্যাপারে মতামত জানতে চায়। জরিপে ভুলত্রুটির হার (মার্জিন অব এরর) ৪ দশমিক ৩৬ শতাংশ বলে দাবি করেছে ওয়ার্ল্ডনেটডেইলি।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ২২, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর