ঢাকা: পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের মাত্র দুই দিন আগে নির্বাচনী প্রচারণাকালে স্টেজ থেকে পড়ে আহত হয়েছিলেন সাবেক এই পাক ক্রিকেটার।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, বুধবার ইমরান খানকে লাহোরের শওকত খানম হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে আসতে দেখা যায়।
এসময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি এড়িয়ে যান। তিনি এখন তাঁর লাহোরের বাড়িতে অবস্থান করছেন।
হাসপাতালের মুখপাত্র খাজা নাজির জানান, ইমরান খান তাঁর লাহোরের বাড়িতে তিন দিন কাটিয়ে ইসলামাবাদের বাড়িতে ফিরে যাবেন। ডাক্তাররা তাকে আরো দুই সপ্তাহ বিশ্রামে থাকার পারমর্শ দিয়েছেন।
এদিকে সম্প্রতি নিজ দলের নেতা খুন হওয়ার প্রেক্ষিতে ইসলামাবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রাম কাটিয়েই তিনি আন্দোলন-বিক্ষোভে নেতৃত্ব দিবেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ২২ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর