কলকাতা: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেলরুটে চলাচল করা ট্রেন মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের ভ্রমণ আরও বেশি সাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে দুই দেশের কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে যাত্রী সুরক্ষা ও ট্রেনের দ্রুত যাতায়াত নিশ্চিতকরণের বিষয়ে জোর দেওয়া হয়েছে।
বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কর্মাস আয়োজিত ‘ইন্দো-ভারতীয় বাণিজ্যলাভ ও ক্ষতি’ শীর্ষক এক আলোচনায় প্রিভেন্টিভ কাস্টমস কমিশনার অমিতকুমার রায় এ কথা জানান।
আলোচনা সভায় তিনি বলেন, “সম্প্রতি বাংলাদেশের অস্থির রাজনৈতিক কারণে দু’দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গত তিন মাস ধরে এই অবস্থা চলছে। ”
বাংলাদেশের রাজনৈতিক এ অস্থিরতা সত্ত্বেও গত বছরের তুলনায় এ বছর দু’দেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, গত বছর কাস্টমস বিভাগ নিট রাজস্ব আদায় করেছিল ১৪৮ কোটি টাকা। এ বছর তা বেড়ে ২৩৯ কোটি টাকা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মে ২২, ২০১৩
সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর,এসএস