কলকাতা: বাংলাদেশি এক তরুণীকে পাচার করে কলকাতায় এনে নিষিদ্ধ পল্লীতে বিক্রির অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। ওই নারীর নাম নাজিমা খাতুন।
বিক্রি হয়ে যাওয়া ওই তরুণীকেও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই তরুণীর বয়স ২৫ বছর। তার বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। তাকে ওয়াটগঞ্জে অবস্থিত মুন্সিগঞ্জের একটি নিষিদ্ধপল্লীতে বিক্রি করে দেয় নাজিমা।
কিন্তু সকলের চোখ ফাঁকি দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী নিষিদ্ধপল্লী থেকে পালিয়ে আসে। শুধু তাই নয়, মুন্সিগঞ্জের থানায় এসে তিনি পুরো ঘটনা উল্লেখ করে অভিযোগও দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতেই নাজিমাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, নারী পাচারকর্মে দীর্ঘদিন থেকেই যুক্ত নাজিমা।
ওয়াটগঞ্জ থানার পক্ষ থেকে বাংলানিউজকে আরও জানানো হয়, পালিয়ে এসে সাহস করে পুলিশকে সব বলতে পারার কারণেই এই নারী পাচার চক্রকে ধরা সম্ভব হলো। পাশাপাশি বাংলাদেশি ওই তরুণীর সাহসিকতাকে ধন্যবাদ জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২২, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর