ঢাকা: গত সপ্তাহে সিনাই উপদ্বীপ থেকে অপহৃত ছয়জন মিশরীয় পুলিশ এবং একজন সীমান্ত রক্ষীকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার মিশরের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানায়।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আহমেদ আলী জানায়, মুক্তিপ্রাপ্ত সাতজন এখন কায়রোর পথে। তিনি এজন্য দেশটির সামরিক গোয়েন্দা বাহিনী সেইসঙ্গে সিনাই উপজাতীয় নেতাদের ধন্যবাদ জানান।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, ইসরাইলের সঙ্গে সীমান্তবর্তী দক্ষিল রাফাহ মরুমূমি থেকে অপহৃতদের মুক্তি দেওয়া হচ্ছে।
মিশরের প্রেসিডেন্ট মুরসি মুক্তিপ্রাপ্তদের সামরিক ঘাঁটিতে লাল-গালিচা সংবর্ধণা দেন। মুক্তিপ্রাপ্ত প্রত্যেকের সঙ্গে মুরসি আলিঙ্গন করেন এবং শেষে চুম্বনও করেন।
এসময় মিশরের প্রথম গনতান্ত্রিক প্রেসিডেন্ট মুরসির সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী হিশাম কানদিল এবং প্রতিরক্ষামন্ত্রী আবদেল ফাতাহ এল-সিসি।
মুরসি নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা এবং সিনাইয়ের জনগন ও নেতাদের ধন্যবাদ জানান।
গত মঙ্গলবার উত্তর সিনাই অঞ্চলের এল আরিশ এবং রাফাহ অঞ্চলে ভ্রমনের সময় অপহৃত হন ওই সাতজন। অপহৃতরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে অপহরণ করেন।
অপহরণকারীরা মিশরের প্রেসিডেন্ট কাছে কারাদণ্ডপ্রাপ্ত বেদুইন মিলিশিয়াদের মুক্তির দাবি জানায়। তবে মিশরের সরকার অপহরনকারীদের দাবি মেনে নিয়েছে কিনা জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২২ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর