ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সন্ত্রাসবাদ নির্মূলে ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতি

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, মে ২২, ২০১৩

কলকাতা: সন্ত্রাসবাদ নির্মূলে ভারত আর যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে। বুধবার বোস্টনে এক যৌথ বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সুশীল কুমার সিন্ধে এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি জুনেট ন্যাপলিটানো এ কথা জানান।



নির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ না করে তারা বিশ্বের সমস্ত দেশের প্রতি সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেবার আহ্‌বান জানান। যৌথ এই বিবৃতিতে সন্ত্রাসবাদ নির্মূলকরণে ভারত ও আমেরিকার বিভিন্ন প্রচেষ্টার কথা মনে করিয়ে দিয়ে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দ্বিপাক্ষিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা জানান।

এ সময় দ্বিপাক্ষিক প্রচেষ্টার ফলাফলের ওপর ভিত্তি করে দু’টি দেশ পরস্পরের প্রতি নিজেদের সন্তুষ্টির কথা জানায়। সন্ত্রাসবাদ ছাড়াও বেআইনি ও কালো টাকার অবৈধ লেনদেন নিয়ন্ত্রণ, বড় শহরের নিরাপত্তা, ইন্টারনেট নিরাপত্তা ও জরুরি পরিকাঠামোর নিরাপত্তা, বন্দর, সীমা সুরক্ষা, পণ্য পরিবহন সুরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় বেশি করে তথ্য আদান প্রদান বিষয়ে আলোচনা হয় এ দু’টি দেশের মধ্যে। আলোচিত বিষয়গুলোতে আরও বেশি করে যৌথ হওয়ার উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেওয়া হয়।

ভারত ও আমেরিকা উভয় দেশই ইন্টারনেট নিরাপত্তা ও জরুরি পরিকাঠামোর নিরাপত্তা,  অবৈধ লেনদেন ইত্যাদি বিষয়ক পরিকাঠামো তৈরি করতে ইচ্ছুক। তাই আগামী দিনে তারা বেশ কয়েকটি ওয়ার্কশপ এবং হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করবে বলে এই যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

আগামী বছর বড় শহরের নিরাপত্তা বিষয়ে বেশ কয়েকটি আলোচনা সভার আয়োজন করা হবে। এই বিবৃতিতে আরো জানানো হয়েছে, দুই দেশ আগামী দিনে একে অপরের কাছে বিভিন্ন বিষয়ে সম্পর্ক ও জ্ঞান আদান প্রদান করবে।

বোস্টন ছাড়ার আগেই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফ বি আই) ডিরেক্টর রবার্ট এস মুলার এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক ফোল্ডারের সাথে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী সুশীল কুমার সিন্ধের সাক্ষাৎ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ২২, ২০১৩  
ভাস্কর/সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।