ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নারী অধিকার রক্ষায় এক মঞ্চে ম্যাডোনা-ঐশ্বর্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, মে ২২, ২০১৩
নারী অধিকার রক্ষায় এক মঞ্চে ম্যাডোনা-ঐশ্বর্য

নয়াদিল্লি: নারী অধিকার ও ক্ষমতা প্রদানের সংকল্প মিলিয়ে দিলো তাদের। গোটা বিশ্বের নারীদের নিরাপত্তা ও অধিকার প্রদানে তাদের থেকে বড় বিজ্ঞাপন আর কারাই বা হতে পারেন!

আর মাত্র ক’দিনের অপেক্ষা।

তারপরেই প্রথমবারের মতো ঐশ্বর্য রাই বচ্চন ও ম্যাডোনাকে লন্ডন কনসার্টে একসঙ্গে দেখা যাবে।

সাবেক বিশ্ব সুন্দরীর সঙ্গে আগামী ১ জুন লন্ডনে একসঙ্গে স্টেজ শোয়ে দেখা যাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ গায়িকা ম্যাডোনাকে। একদিকে, ঐশ্বর্যের সৌন্দর্য, অন্যদিকে ম্যাডোনার উন্মাদনা, দুইয়ে মিলিয়ে টেমসের পাড়ে লন্ডন কনসার্ট যে অন্য মাত্রা পেতে চলেছে, তা নিয়ে রীতিমতো আলোড়ন উঠেছে বিলেতে।

ঐশ্বর্যর সঙ্গে লন্ডনে আগাগোড়া থাকবেন অভিষেক বচ্চনও। কান চলচ্চিত্র উৎসবে ইতোমধ্যে ‘ঘরের মেয়ে’ হয়ে গেছেন ঐশ্বর্য।

ঐশ্বর্যের বক্তব্য না পাওয়া গেলেও ম্যাডোনা কিন্তু উচ্ছ্বসিত এই কনসার্ট নিয়ে।

তিনি বলেছেন, “সারাবিশ্বের ৬০ শতাংশ কন্যাশিশুই স্কুলে যেতে পারে না। এই পৃথিবীর দুই-তৃতীয়াংশ নিরক্ষরই নারী। এটা মানা যায় না। একে পরিবর্তন করতেই হবে। আমরা একে বদলাবোই। ”

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ২২, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।