ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সুইডেনে দাঙ্গা চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, মে ২২, ২০১৩
সুইডেনে দাঙ্গা চলছে

ঢাকা: সুইডেনের স্টকহোমে দ্বিতীয়দিনের মতো দাঙ্গা চলছে। পুলিশের গুলিতে একজন ৬৯ বছর বয়সী বৃদ্ধর মৃত্যুর প্রদিবাদে মঙ্গলবার এই দাঙ্গার উদ্ভব হয়।



বিক্ষুদ্ধরা দাঙ্গার সময় শত শত বাড়ির জানালা ভেঙ্গে ফেলে এবং গাড়ি ও কনটেইনারে অগ্নিসংযোগ করে। এসময় পুলিশের ৭ জন সদস্য বিক্ষোভকারীরে ইটের আঘাতে আহত হন।

দেশটির পুলিশ মুখপাত্র জর্গান কার্লসসন বলেন, এই ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে, অঞ্চলটিতে পুলিশের বাড়াবাড়ি সামীনা লঙ্ঘন করেছে। কারণে-অকারণে পুলিশ মানুষের উপর অত্যাচার চালায়। সর্বশেষ হত্যার ঘটনা পুলিশের পাশবিকাতর উদাহরণ।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ২২ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।