ঢাকা: জার্মান সফটওয়্যার কোম্পানি এসএপি এবার কয়েকশ অটিজম আক্রান্তদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছেন।
ইতোমধ্যেই ভারত ও আয়ারল্যান্ডে পাইলট প্রজেক্ট শুরু করা এসএপি জানায়, আমাদের এমন উদ্যোগের লক্ষ্যে হচ্ছে ভিন্ন চিন্তাধারাকে বের করে নিয়ে আসা।
কোম্পানিটিতে বর্তমানে ৬৫ হাজার শ্রমিক কাজ করছে। ২০২০ সাল নাগাদ কোম্পানিটি কমপক্ষে ১ হাজার অটিজম আক্রান্তদের নিয়োগের পরিকল্পনা করছেন।
অটিজম বা বুদ্ধিপ্রতিবন্ধিত্ব হল এমন একটি রোগ যার ফলে আক্রান্ত রোগীর সামাজিক আচার-আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে এবং তার শারীরিক ও কিছু কিছু ক্ষেত্রে মানসিক বিকাশও বিঘ্নিত হয়।
তবে অনেক ক্ষেত্রে এরূপ প্রতিবন্ধকতার পরেও অনেকে অত্যন্ত বুদ্ধিমান এবং উচ্চদক্ষতাসম্পন্ন হয়ে থাকে।
প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা লুইসা ডেলগাডো জানান, অটিজম আক্রান্তদের নিয়ে আমরা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই।
ইতোমধ্যেই জার্মান সফটওয়্যার কোম্পানিটি ভারতের ব্যাঙ্গালুরুতে ছয়জন অটিজম আক্রান্তদের নিয়োগ দিয়েছে। সেখানে তারা সফটওয়্যার টেস্টার হিসেবে কাজ করছেন।
ফার্মটি জানায়, এই ছয়জন নিয়োগের ফলে তাদের উতপাদনশীলতা বেড়েছে। তাই তারা আরো অটিজম আক্রান্তদের নিয়োগের পরিকল্পনা করছেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২২ মে, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও কবির হোসেন, নিউজরুম এডিটর