ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গান্ধির শেষ উইল নিলামে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, মে ২২, ২০১৩
গান্ধির শেষ উইল নিলামে বিক্রি

ঢাকাঃ ভারতের জনক মহাত্মা গান্ধীর শেষ উইল নিলামে ৫৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ লাখ টাকা।

গান্ধীর ব্যবহার্য ৫০টি বস্তুত মধ্যে গুজরাটি ভাষায় লেখা ২ পৃষ্ঠার একটি নথি, রক্তের নমুনা এবং তার স্যান্ডেলও নিলামের তালিকায় আছে।



গুজরাটিতে সাক্ষর করা উইলটির সম্ভাব্য দাম ৩০,১৪,৯২১ থেকে ৪০,১৯,৮৯৫ টাকা। তার স্যান্ডেলটি বিক্রি হয়েছে ১৯,০৯,৪৫০ টাকায়।

মঙ্গলবার ইংল্যান্ডের শ্রপশায়ার কাউন্টির লাডলো রেসকোর্সে আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে এসব বিক্রি করা হয়।

উইলটি ৩০ থেকে ৪০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল। নিলামে সে প্রত্যাশা ছাড়িয়ে গেছে। চটি জোড়া বিক্রি হয়েছে ১৯ হাজার পাউন্ডে।

১৯৩২ সালে ব্রিটিশ পার্লামেন্টে মহাত্মা গান্ধীকে সন্ত্রাসী ঘোষণা করা হয়। অনুমান করা হয়েছিল, এই ঘোষণাপত্র ২০০ থেকে ৩০০ পাউন্ডে বিক্রি হবে। এটি ২৬০ পাউন্ডে বিক্রি হয়।

পঞ্চম জর্জের সঙ্গে গান্ধীর করমর্দনের আঁকা চিত্রের ছাপা হওয়া কপি ২৫ পাউন্ডে বিক্রি হয়েছে। নিলামে আরও ছিল গান্ধীর বিছানার চাদর, তাঁর প্রার্থনার জপমালা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২২ মে, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।