ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শ্রীনগরে গুলির লড়াইয়ে লস্কর জঙ্গি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, মে ২৩, ২০১৩

কলকাতা : বৃহস্পতিবার ভোরে জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গুলির লড়াইয়ে এক লস্কর-এ-তৈয়বা জঙ্গি নিহত হয়েছে।

এই গুলি বিনিময়ে দুই জন সুরক্ষা বাহিনীর সদস্যও আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শ্রীনগরের ফট কাদাল অঞ্চলের একটি বাড়িতে অভিযান চালায়।

তাদের কাছে নিশ্চিত খবর ছিল যে ওই বাড়িতে এক বা একাধিক জঙ্গি আস্তানা গেড়েছে।

পুলিশ প্রথমে তাদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু বাড়ির ভিতর থকে স্বয়ংক্রিয় অস্ত্র থকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এরফলে একজন সাব ইনসপেক্টর ও একজন কনস্টেবল আহত হন।

এর পরেই শুরু হয় গুলির লড়াই। এই গুলি বিনিময়ে নিহত হন লস্কর-এ তৈয়বা জঙ্গি হাল মলভি। এই জঙ্গির বাড়ি কাশ্মীরের বাড়ামোল্লা জেলায় বলে জানা গেছে।

হাল মালভি গত পাঁচ বছর ধরে জঙ্গি কাজকর্ম চালাচ্ছে বলে পুলিশের পক্ষ থকে শ্রীনগরের পুলিশ সুপারিনটেনডেন্ট সইদ আসিক বুখারি জানান।

এই গুলি বিনিময় কোন সাধারণ নাগরিকের কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সইদ আসিক বুখারি।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মে ২৩, ২০১৩  
ভাস্কর/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।