ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানকে সামরিক সাহায্য দিতে যাচ্ছে ভারত

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, মে ২৩, ২০১৩

নয়াদিল্লি: আফগানিস্তানকে সামরিক সাহায্য দিতে সম্মত হয়েছে ভারত। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।



ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

ইতোমধ্যে ভারতের কাছে সামরিক সাহায্য চাওয়ার বিষয়টি স্বীকার করে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সাংবাদিকদের বলেছেন, “এখনই সেনা পাঠানোর প্রয়োজন নেই, কিন্তু আমি ভারতের কাছে সামরিক সাহায্য চেয়েছি। ”

শেষ পর্যন্ত ভারত সরকার যদি আফগানিস্তানকে সামরিক সাহায্য দেয়, তবে তা হবে সার্কভুক্ত কোনো দেশে ভারতের প্রথম সামরিক সাহায্য প্রদানের ঘটনা। সার্কভুক্ত দেশগুলোতে ভারত সরাসরি সামরিক সাহায্য করে না। এ যাবত এমনই ছিল ভারতের বিদেশনীতি।

মঙ্গলবার আফগানিস্তানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে চারঘণ্টাব্যাপী এক বৈঠক হয়। এ বৈঠক সম্পর্কে মুখপাত্র বলেন, “ভারত আফগানিস্তানকে স্থায়ী ও নিরাপদ দেখতে চায়। ২০১৪ সালের পরে যদি প্রয়োজন হয় তা হলে ভারত সরকার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আফগানিস্তানকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত। ”

তিনি আরও বলেন, “আফগান জনতাই তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে। আফগানবাসীর নেতৃত্বে আফগান সরকার গঠিত হোক এটাই চায় ভারত। তবে সরকার গঠনের ক্ষেত্রে আমাদের কিছু শর্ত রয়েছে। ”

জানা যায়, তালিবানদের একাংশের সঙ্গে আফগানিস্তানের রাজনৈতিক সমঝোতার আলোচনা চালিয়ে যাওয়াই এই শর্ত আরোপের কারণ। ভারত মনে করে শুধু এমন কোনো গোষ্ঠীর সঙ্গেই রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত যারা হিংসার পথ পরিত্যাগ করে আফগানিস্তানের সংবিধান মেনে চলবে। এর বাইরে কোনো গোষ্ঠীর সঙ্গে আফগান সরকারের রাজনৈতিক সমঝোতা ভারত মানবে না।

মনমোহন সিংয়ের এই মতের সঙ্গে আফগান প্রেসিডেন্টও একমত বলে সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, “ভারত-আফগানিস্তান স্ট্র্যাটেজিক অংশীদারি চুক্তি অনুযায়ী একটি অংশীদারি পরিষদ গঠন করা হয়েছে। শিগগিরই এই পরিষদের বৈঠক হবে। ”

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মে ২৩, ২০১৩
সম্পাদনা: তানিম কবির ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।