ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অবশেষে বুদ্ধদেবকে জনসভার অনুমতি

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, মে ২৩, ২০১৩
অবশেষে বুদ্ধদেবকে জনসভার অনুমতি

কলকাতা: অবশেষে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সভা করার অনুমতি দিয়েছে পুলিশ। প্রশাসনিক অনুমতিতেই আগামী শনিবার কলকাতার হাজরা মোড়ে সভা করবেন তিনি।



কলকাতার লালবাজারে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার জাভেদ শামিমের সঙ্গে সিপিএমের কলকাতা জেলা নেতৃত্বের বৈঠকের পরে দলের নেতা মানব মুখোপাধ্যায় সভা করার বিষয়ে প্রশাসনিক অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “জটিলতা কেটেছে। বুদ্ধবাবুর সভার জন্য পুলিশ অনুমতি দিয়েছে। তবে কিছু শর্তও দিয়েছে পুলিশ। আমরা তা মেনে নিয়েছি। ”

উল্লেখ্য, গত মঙ্গলবার কলকাতা জেলা ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, পুলিশ অনুমতি না দিলেও সভা করা হবে। সভা করে আইন ভাঙার জন্য সিপিএম নেতারা গ্রেফতার হতেও প্রস্তুত। সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত, এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত, ইত্যাদি দাবিতে ডাকা এই সভার অনুমতি প্রদানে প্রশাসনের পক্ষ থেকে অস্বীকৃতি আসায় এসব ঘটনা ঘটে।

সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়ের অভিযোগ ছিল, হাজরায় সভা করতে না দেওয়া প্রশাসনিক নয়, রাজনৈতিক সিদ্ধান্ত।

এদিকে, আসন্ন হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে এ নিয়ে বিতর্ক তৈরি করে সিপিএম রাজনৈতিক ফায়দা তুলতে পারে বুঝতে পেরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শেষ পর্যন্ত পুলিশি অনুমতির সবুজ-সঙ্কেত দিয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মে ২৩, ২০১৩
সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।