ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতায় ফিক্সিং কাণ্ডে গ্রেপ্তার ৯

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, মে ২৩, ২০১৩

কলকাতা : স্পট ফিক্সিং কাণ্ডে গ্রেপ্তার শুরু হোল কলকাতায়। বুধবার সন্ধ্যের পর কলকাতা থকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

কলকাতা পুলিশ ও বিশেষ গোয়েন্দা দলের সদস্যরা কলকাতার উল্টো-ডাঙ্গা অঞ্চল থেকে এই ৯ জনকে গ্রেপ্তার করে।

এটাই কলকাতায় স্পট ফিক্সিং নিয়ে প্রথম গ্রেপ্তার। এর আগে দিল্লী,বম্বে-চেন্নাই’র মত বড় শহরগুলি থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে।  

পুলিশ জানিয়েছে এই ৯ জন স্পট ফিক্সিং এর সঙ্গে যুক্ত। তবে তদন্তের স্বার্থে এদের পরিচয় জানাতে পুলিশ অস্বীকার করে। উদ্ধার হয়েছে আটটি মোবাইল ও ল্যাপটপ। মনে করা হচ্ছে স্পট ফিক্সিং-এর জাল সারা ভারতে ছড়িয়ে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৩  
ভাস্কর/ এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।