ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিজোরামে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, মে ২৩, ২০১৩

কলকাতা: মিজোরামের আইজলে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণ ঘটেছে।

বৃহস্পতিবার সকালে আসাম রাইফেলসের ১৬তম ব্যাটালিয়নের পাঁচিল ঘেরা মন্দিরের সামনে এ বোমা বিস্ফোরণ ঘটে।



বিস্ফোরণস্থল এলাকায় আসাম রাইফেলসের ১৬তম ব্যাটালিয়নের বেশ কিছু বাড়ি রয়েছে। মন্দিরটি এর মধ্যেই অবস্থিত। এই বিস্ফোরণের শব্দে আশ-পাশের অনেকগুলো বাড়ির জানালা ভেঙ্গে যায়।   তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।  

পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, বেশ কয়েকটি জিলেটিন স্টিক একসঙ্গে বেঁধে বাইরের রাস্তা থেকে ছুঁড়ে দেওয়া হয়েছিল।

অপর দিকে বৃহস্পতিবারই মিজো ন্যাশনাল ফ্রন্ট একটি মিছিলের আয়োজন করেছে। এই মিছিলের মূল বক্তব্য মূর্তিহীন ধর্মাচরণ। মূর্তি পুজো বিরোধী মিছিল নিয়ে আইজলে চাপা উত্তেজনা রয়েছে

এই ঘটনার পরেএলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়:  ১৬২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৩  
ভাস্কর/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।