ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগান ক্রিকেট দলপতির বাবা অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, মে ২৩, ২০১৩
আফগান ক্রিকেট দলপতির বাবা অপহৃত

ঢাকা: আফগান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মাদ নবীর বাবা খবি খান জালালাবাদ থেকে অপহৃত হয়েছেন।

দেশটির ক্রিকেট বোর্ড জানায়, মঙ্গলবার কয়েকজন বন্দুকধারী মোহাম্মাদ নবীর বাবা খবি খানকে (৬০) জালালাবাদ শহরের তার বাড়ির কাছে গাড়ি থেকে অপহরণ করে।

এখন পর্যন্ত কেউ কোন মুক্তিপণ দাবি করেনি।

বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সাজাদা মাসুদ জানান, পুলিশ সহায়তা করছে কিন্তু এখন পর্যন্ত কোন সূত্র বা খবর পাওয়া যায় নি।

মোহাম্মদ নবি জানায়, তার পরিবারের সাথে কারও কোন শত্রুতা নেই। এই ঘটনায় তিনি হতবাক। তালেবান বিদ্রোহের পর অপহরনের ঘটনা কোন নতুন বিষয় নয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ২৩ ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর
eic@bangalnews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।