ঢাকা: আফগান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মাদ নবীর বাবা খবি খান জালালাবাদ থেকে অপহৃত হয়েছেন।
দেশটির ক্রিকেট বোর্ড জানায়, মঙ্গলবার কয়েকজন বন্দুকধারী মোহাম্মাদ নবীর বাবা খবি খানকে (৬০) জালালাবাদ শহরের তার বাড়ির কাছে গাড়ি থেকে অপহরণ করে।
বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সাজাদা মাসুদ জানান, পুলিশ সহায়তা করছে কিন্তু এখন পর্যন্ত কোন সূত্র বা খবর পাওয়া যায় নি।
মোহাম্মদ নবি জানায়, তার পরিবারের সাথে কারও কোন শত্রুতা নেই। এই ঘটনায় তিনি হতবাক। তালেবান বিদ্রোহের পর অপহরনের ঘটনা কোন নতুন বিষয় নয়।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ২৩ ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর
eic@bangalnews24.com