ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

স্বচ্ছতার জাতিসংঘ পুরস্কৃত হচ্ছেন কেরালার মুখ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, মে ২৩, ২০১৩

নয়াদিল্লি: নাগরিক পরিষেবার জন্য জাতিসংঘে পুরস্কৃত হচ্ছেন কেরালার মুখ্যমন্ত্রী উমেন চণ্ডী। প্রশাসনিক স্বচ্ছতা, জনসংযোগ এবং দক্ষতা বিচার করে গুরুত্বপূর্ণ এই সম্মানের জন্য মনোনীত হয়েছেন উমেন চণ্ডী।



প্রতিবছর এই পুরস্কার দেয় জাতিসংঘ। ২৩ জুন আন্তর্জাতিক গণপরিষেবা দিবস হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। চলতি বছর ২৪-২৭ জুন বাহরাইনে এ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

২৭ জুন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে পুরস্কার গ্রহণ করবেন কেরালার মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় উপকূলে ৫টি বিশেষ অঞ্চলকে এই পুরস্কার প্রাপকদের তালিকার অন্তর্ভুক্ত করা হয়। প্রত্যেকদিন চণ্ডী বহু সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তাঁরা নিজেদের অভাব অভিযোগ জানাতে তাঁর দফতরে হাজির হন।

এমনকি ৫ লক্ষ ৫০ হাজার আবেদনপত্র গ্রহণ করেছেন তিনি। তার মধ্যে ৩ লক্ষ সমস্যা ইতোমধ্যেই মিটিয়ে ফেলেছেন চণ্ডী। আর্থিক সাহায্য হিসেবে ২২.৬৮ কোটি টাকা বিতরণ করেছেন তিনি। চণ্ডীর প্রশাসনিক স্বচ্ছতা, জনসংযোগ এবং দক্ষতার বিচারে এই পুরস্কারের জন্য তাকে মনোনীত করেছে জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ২৩, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।