ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ড্রোন হামলায় চার মার্কিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, মে ২৩, ২০১৩
ড্রোন হামলায় চার মার্কিনি নিহত

ঢাকা: ২০০৯ সালের পর থেকে পাকিস্তান ও ইয়েমেনে ড্রোন হামলায় এ পর্যন্ত চারজন মার্কিন নাগরিক নিহত হয়েছে। প্রথমবারের মতো ওবামা প্রশাসন এই নিহতের কথা স্বীকার করল।



যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল এরিক হোল্ডার বুধবার সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে এক চিঠিতে একথা জানান।

চার বছরে পাকিস্তান ও ইয়েমেনের বিভিন্ন স্থানে তালেবান নেতা আনোয়ার আল-আওলাকি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলেও উল্লেখ করেন এরিক হোল্ডার।

প্রেসিডেন্ট বারাক ওবামা যখন যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী’ হামলার বিষয়ে আরো ‘স্বচ্ছতা’ আনয়নের লক্ষ্যে আগামী সপ্তাহে ভাষণ দিতে যাচ্ছেন, এর আগেই কংগ্রেসে এটর্নি জেনারেল এই তথ্য প্রকাশ করলেন।

ধারণা করা হচ্ছে, ওবামা তাঁর ভাষণে ড্রোন হামলার প্রয়োজনীয়তা, আইনগত দিন, হামলার লক্ষ্যেবস্তুসহ নানা দিক তুলে ধরবেন। ড্রোন হামলার বৈধতা নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনার মুখোমুখি হতে হয় যুক্তরাষ্ট্রকে। এর প্রেক্ষিতে ওবামা এই ভাষণ দিতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৩ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।