ঢাকা: সুইডেনের দাঙ্গা আরো ছড়িয়ে পড়েছে। পুলিশের গুলিতে একজন ৬৯ বছর বয়সী বৃদ্ধর মৃত্যুর প্রদিবাদে চারদিন ধরে দেশটির রাজধানী স্টকহোমে দাঙ্গা চলছে।
দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, একটি রেস্টুরেন্টসহ কমপক্ষে ৪০টি গাড়িতে আগুন দিয়েছে দাঙ্গাবাজরা।
বিক্ষুদ্ধরা দাঙ্গার সময় শত শত বাড়ির জানালা ভেঙ্গে ফেলে এবং কনটেইনারে অগ্নিসংযোগ করে। হামলায় পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয়রা অভিযোগ করে, অঞ্চলটিতে পুলিশের বাড়াবাড়ি সামীনা লঙ্ঘন করেছে। কারণে-অকারণে পুলিশ মানুষের উপর অত্যাচার চালায়। সর্বশেষ হত্যার ঘটনা পুলিশের পাশবিকাতর উদাহরণ।
স্টোকহমের পুলিশ মুখপাত্র কেজেল লিনগ্রেন জানান সব ধরনের লোকই এই দাঙ্গায যোগ দিয়েছে। স্টোহোমে আমরা এর আগে কখনো এমন দাঙ্গার ভয়াবহতার সম্মুখীন হইনি।
গত রোববার স্টোকহোমের অভিবাসী অধ্যুষিত অঞ্চল হাজবিতে থেকে দাঙ্গার সৃষ্টি।
ওই অঞ্চলের লোকজন পুলিশেল বিরুদ্ধে বর্ণবাদী আচরণেরও অভিযোগ তুলেছে।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী ফ্রেডিক রেইনফেল্ডট প্রত্যেককে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশীর গাড়ি পোড়ানো কোন ধরনের স্বাধীনতা হতে পারে না।
তিনি স্টকহোমের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৩ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর