ঢাকা: চীনের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পাকিস্তানে সব ধরনের মোবাইল ফোন সেবা দুইদিন ধরে বন্ধ রয়েছে।
বুধবার ভারত সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের পাকিস্তান সফর করেন।
নিরাপত্তার কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) কর্তৃপক্ষ ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে সব ধরনের মোবাইল সংযোগ বন্ধ করে দিয়েছে।
এদিকে চীনের প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইসলামাবাদের প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়। সেনাবাহিনীকে হেলিকপ্টার থেকে টহল দিতে দেখা যায়।
পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, জঙ্গিরা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নের জন্য নিয়মিত মোবাইল ফোন ব্যব্যহার করে। তাই চীনের প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য পাকিস্তান কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।
বিশেষ কোন গুরুত্বপূর্ণ দিন অথবা ঘটনা উপলক্ষ্যে মোবাইল সংযোগ বন্ধ করে দেওয়া পাকিস্তানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ২৩ ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com