ঢাকা: মার্কিন লেখিকা লিডিয়া ডেভিস ‘পঞ্চম ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার-২০১৩’ লাভ করেছেন। সম্প্রতি লন্ডনের ভিক্টোরিয়ার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
লিলিয়া ডেভিস নিউইয়র্কের আলবানি বিশ্ববিদ্যালয়ের ‘সৃজনশীল লেখার’ অধ্যাপিকা। বিশ্ব ফিকশন ভান্ডারে অবদান রাখার রাখার জন্য তাকে এই সম্মান দেওয়া হয়।
এ পর্যন্ত একটি উপন্যাস ও সাতটি গল্প লিখেন ডেভিস। এছাড়া তিনি বেশ কিছু ফ্রেঞ্চ সাহিত্যও অনুবাদ করেছেন।
২০০৫ সালে প্রবর্তিত ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার প্রতি দুই বছর অন্তর দেওয়া হয়। পুরস্কারটি কোন লেখককে তার ইংরেজিতে লেখা বা ইংরেজিতে অনূদিত কোন মৌলিক প্রকাশনার জন্য তার জীবদ্দশাতেই দেওয়া হয়ে থাকে।
বুকার আন্তর্জাতিক প্যানেলের চেয়ারম্যান ক্রিস্টোফার রিক্স বলেন, ৬৫ বছর বয়সী ডেভিসের কল্পনাশক্তি খুব প্রখর। তারপরও সেগুলো জীবন্ত মনে হয়।
গত বছরও ফিলিপ রথ নামক এক মার্কিন লেখক এই পুরস্কার লাভ করেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ২৩, ২০১৩
সম্পাদনা : বুশরা ফারিজমা হুসাইন ও কবির হোসেন, নিউজরুম এডিটর