ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ড্রোন কেবল আত্মরক্ষার জন্য: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫১, মে ২৪, ২০১৩
ড্রোন কেবল আত্মরক্ষার জন্য: ওবামা

ঢাকা: বহুল সমালোচিত ড্রোনের ব্যবহার কেবল শক্তিশালী উগ্রপন্থীদের থেকে আত্মরক্ষার হাতিয়ার বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ড্রোন (চালকবিহীন বিমান) যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করেছে বলেও মন্তব্য করেন তিনি।



বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ড্রোন হামলার ফলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত চার মার্কিনি নিহত হওয়ার ব্যাপারে ওবামা বলেন, “আমরা এখন এমন এক সংগঠনের সংগঠনের সঙ্গে লড়াই করে যাচ্ছি, যাদের না থামালে তারা যত আমেরিকানকে পারবে হত্যা করবে। তাই এটা কেবলই যুদ্ধ- যা সমানে সমানে শুরু হয়েছে। এর শেষ অবলম্বন হলো আত্মরক্ষা। ”

তিনি আরও বলেন, “ যেহেতু আমাদের লড়াই নতুন এক ক্ষেত্রে প্রবেশ করেছে, তাই যুক্তরাষ্ট্র বৈধ উপায়ে আত্মরক্ষা করছে কিনা, সেখানেই আলোচনা শেষ হয়ে যায় না। একটি সামরিক কৌশল বৈধ বা কার্যকর হলেই যে তাকে প্রতি পদক্ষেপে বিজ্ঞ বা নৈতিক হতে হবে, এমন কোনো কথা নেই। ”

ড্রোনের আক্রমণে যাতে কোনো সাধারণ নাগরিক মারা না যায়, সে ব্যাপারে প্রায় সর্বোচ্চ নিশ্চয়তা রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের রীতিমতো আদর্শ অস্ত্রে পরিণত হয়েছে সশস্ত্র ড্রোন। কিন্তু এর ব্যবহার বিভিন্ন জটিল আইনি ও নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। ড্রোন আক্রমণ আদৌ কতোটা কার্যকর, তা নিয়েও বিতর্ক রয়েছে। তবে ব্যাপক সমালোচনার মুখে সাম্প্রতিক বছরগুলোকে ড্রোন হামলা কিছুটা কমিয়ে এনেছে ওমাবা প্রশাসন।

গুয়ান্তামো বে কারাগার বন্ধ করার চেষ্টা চলছে উল্লেখ করে বক্তব্যে ওবামা বলেন, “গুয়ান্তানামো সারা বিশ্বের সামনে এমন এক যুক্তরাষ্ট্রকে উপস্থাপন করেছে, যারা আইনের শাসনকে অবজ্ঞা করে। ”

গুয়ান্তানামোর বন্দীদের ইয়েমেনে স্থানান্তর আপাতত স্থগিত করবেন জানিয়ে ওবামা যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের কারাগারটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার আবেদন জানান।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, মে ২৪, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।