আগরতলা (ত্রিপুরা): বুদ্ধ জয়ন্তী শনিবার। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিবসটি উপলক্ষে আগরতলাসহ রাজ্যের সবকটি বুদ্ধ মন্দির সাজিয়ে তোলা হচ্ছে। রং আর আলোকসজ্জায় সেজে উঠছে বুদ্ধ মন্দিরগুলো।
মন্দিরের সাজসজ্জার কাজে দিনরাত ব্যস্ত শিল্পী, শ্রমিকেরা। সকাল থেকে শুরু হচ্ছে মন্দির সাজানোর কাজ। প্রতিবারের মতো এবারও এদিন সকাল থেকে চলবে পূজা অর্চনা। থাকবে নানা ধর্মীয় অনুষ্ঠান।
আগরতলা শহরের প্রাণকেন্দ্রে রয়েছে পবিত্র বেনুবন বিহার। রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে এখানেই। তাছাড়া রাজ্যের দক্ষিণ জেলায় রয়েছে বহু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ। সেখানেও এই দিনটি উদযাপিত হবে সাড়ম্বরে।
এদিকে রাজ্য সরকার আগামী শনিবার সমস্ত মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বুদ্ধ জয়ন্তী উপলক্ষেই দেওয়া হয়েছে এ ঘোষণা।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর