কলকাতা: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে ২৯ মে থেকে। চলবে ৫ জুন পর্যন্ত।
দ্বিতীয় দফায় ৩ থেকে ১০ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। তৃতীয় দফায় জমা দেওয়া যাবে ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত। আগামী সোমবার পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে কমিশন।
শুক্রবার পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।
তিনটি পর্বে ভোট সম্পন্ন করতে বুথগুলিতে প্রয়োজন ১ লক্ষ ৪৩ হাজার নিরাপত্তাবাহিনী। যার মধ্যে প্রথম পর্বে প্রয়োজন ৭৫ হাজার। নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রদেশ, পাঞ্জাবসহ বেশ কয়েকটি রাজ্যকে নিরাপত্তাবাহিনী চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিডিও অফিসে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। রাস্তায় থাকবে মোবাইল পেট্রলিংয়ের ব্যবস্থাও। শনিবারের মধ্যেই কমিশনকে তা জানিয়ে দেবে রাজ্য।
মোট বুথের ৭০ শতাংশই স্পর্শকাতর। তিন পর্বের শেষে ভোট গণনা হবে ১৩ জুলাই।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৪ মে, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস