ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রণবের সঙ্গে মাদ্রাসা শিক্ষকদের সাক্ষাৎ রোববার

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, মে ২৪, ২০১৩
প্রণবের সঙ্গে মাদ্রাসা শিক্ষকদের সাক্ষাৎ রোববার

নয়াদিল্লি : এই প্রথম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা হতে যাচ্ছে ভারতের কোনও রাষ্ট্রপতির। স্বাধীন ভরতের ইতিহাসে এই দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।



আগামী রোববার (২৬ মে) রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের ১০৮ জনের একটি দল। এতদিন পর এমনই একটি সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্রীয় একতা সমিতি সংগঠনটির উদ্যোগে।
    
বস্তুত, এখনও পর্যন্ত মাদ্রাসার কোনও প্রতিনিধি বা ছাত্র-শিক্ষক রাষ্ট্রপতি ভবনে কোনও ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সুযোগ পায়নি। রাষ্ট্রপতি ভবন থেকেই এই তথ্য পাওয়া গেছে।

অবশ্য সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন কনভেন্টের সৌজন্যে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সময় কাটিয়েছে। তবে মাদ্রাসার ছাত্রদের যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি বিষয়টি আদৌ তা নয়।

রাষ্ট্রীয় একতা সমিতির চেয়ারম্যান সাজিদ চৌধুরী জানান, এতদিন পর্যন্ত কোনও সংগঠন বা শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেই এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়নি। এই প্রসঙ্গে দারুল উলুম দেওবন্দ ও নাদওয়াদুল উলামা লখনউ কর্তৃপক্ষের পক্ষ থেকেও এতদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা নিয়ে কোনও উদ্যোগ দেখা যায়নি।

গত দু‘মাস ধরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চেয়ে আবেদন করে চলছিল সমিতি। যে পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে অনুমতি পাওয়া গেছে। সাজিদ বলেন, ২৬ মে সকাল সাড়ে দশটা রাষ্ট্রীয় একতা সমিতি সংগঠনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওই দল।

রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠক ভারতে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে এক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলেই মনে করা হচ্ছে। অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের মতো এবার মাদ্রাসার ছাত্ররাও রাষ্ট্রপতি ভবনের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল হবে।

বাংলাদেশ সময়  : ১৪০৩ ঘণ্টা, মে ২৪, ২০১৩
এসপি/সম্পাদন: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।