ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হিথ্রোর একটি রানওয়ে খুলে দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, মে ২৪, ২০১৩
হিথ্রোর একটি রানওয়ে খুলে দেওয়া হয়েছে

ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে ব্রিটিশ এয়ারওজের একটি বিমানকে জরুরিভাবে অবতরণের জন্য লন্ডনের আন্তর্জাতিক হিথ্রো বিমানবন্দরের দুটি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল তার একটি খুলে দেওয়া হযেছে।

লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শুক্রবার দুপুরে হিথ্রো বিমানবন্দরের উত্তর ও দক্ষিণ রানওয়ে বন্ধ করে দেওয়ার খবর প্রকাশ করে।

তবে বিমানটির জরুরি অবতরণের কিছুক্ষণ পর দক্ষিণের রানওয়েটি খুলে দেওয়া হয়।

ওই সময় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জরুরি ভিত্তিতে ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান অবতরণের জন্য রানওয়ে দুটি বন্ধ করে দেওয়া হয়।

গ্রিনিচ মান সময় ৯টায় ওই বিমানটি থেকে নিরাপদে সব যাত্রী ও ক্রুদের নিরাপদে নামানো হয়।

এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ) জানিয়েছে, “হিথ্রো থেকে অসলোগামী বিএ ৭৬২ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই ফিরে আসে। বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল। ”

বিবৃতিতে আরও বলা হয়, “বিমানটিতে ৭৫ জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে নিরাপদে বিমান থেকে বের করা হয়েছে। ”

বিমানটির যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিয়ে একটি পূর্ণ তদন্ত চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটির ইঞ্জিন থেকে ‘কালো ধোঁয়ার লেজ’ বের হতে দেখেছেন বলে জানিয়েছেন একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক সংবাদদাতা।

দক্ষিণ দিকের একটি রানওয়ে খুলে দেওয়া হয়েছে। উত্তরের রানওয়েটি এখনও খুলে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ২৪, ২০১৩
সম্পাদনা: জনি সাহা ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।