ঢাকা: পাকিস্তান কর্তৃপক্ষ ৪৫ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে। শুক্রবার করাচির মালির কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে কর্মকর্তারা জানান।
আনসার বার্নি ইন্টারন্যাশনাল ট্রাস্টের চেয়ারম্যান আনসার বার্নি জানান, এই ৪৫ জন জেলেকে শনিবার ওয়াগাহ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান মানবিক কারণে জেলেদের ভারত পাঠানোর পুরো খরচ ট্রাস্ট বহন করবে।
ওই জেলেরা ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকেছিল। জলসীমা লঙ্ঘনের অভিযোগে পরমাণু শক্তিধর দেশ দুটি একে অপরের জেলেদের ঘন ঘন গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ২, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান, নিউজরুম এডিটর। eic@banglanews24.com