ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৪৫ ভারতীয় জেলে মুক্তি দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, মে ২৪, ২০১৩
৪৫ ভারতীয় জেলে মুক্তি দিল পাকিস্তান

ঢাকা: পাকিস্তান কর্তৃপক্ষ ৪৫ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে। শুক্রবার করাচির মালির কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে কর্মকর্তারা জানান।



আনসার বার্নি ইন্টারন্যাশনাল ট্রাস্টের চেয়ারম্যান আনসার বার্নি জানান, এই ৪৫ জন জেলেকে শনিবার ওয়াগাহ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান মানবিক কারণে জেলেদের ভারত পাঠানোর পুরো খরচ ট্রাস্ট বহন করবে।

ওই জেলেরা ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকেছিল। জলসীমা লঙ্ঘনের অভিযোগে পরমাণু শক্তিধর দেশ দুটি একে অপরের জেলেদের ঘন ঘন গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ২, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।