ঢাকা: যুক্তরাষ্ট্রের সমকামী বালকরা স্কাউটে যোগ দিতে পারবে। সমকামীদের যোগ দেওয়া নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র বালক স্কাউট কর্তৃপক্ষ।
টেক্সাসে একটি সভায় জাতীয় পরিষদের এক হাজার ৪শ ভোটারের ৬০ শতাংশ সদস্য বালক সমকামীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়।
২০১৪ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ২২ বছর ধরে সমকামীদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
স্কাউটস অফ আমেরিকা এক বিবৃতিতে জানায়, “স্কাউট হল যুবকদের জন্য একটি কার্যক্রম যা যুবকদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। স্কাউট মানুষের ভেতর উত্তম গুণাবলীর সঞ্চার করে। মানুষের এই নীতিটি সম্পর্কে বিভিন্ন মতামত থাকলেও সব শিশুরা স্কাউটের মধ্যে থাকলে তাদের আচার ব্যবহার ভাল হয় এ সম্পর্কে সবাই সম্মতি প্রকাশ করেন। ”
বিষয়টি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটির জাতীয় পরিষদে উত্থাপন করা হয়।
বাংলাদেশ: সময় ১৫২৯ ঘণ্টা, মে ২৪, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান, নিউজরুম এডিটর। eic@banglanews24.com