ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় এ এনকাউন্টারের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।
সেনা মুখপাত্র জানান, রাষ্ট্রের রাজধানী শ্রীনগর থেকে ৪০ কিলোমিটার দূরে পুলওয়ামা জেলার ত্রাল এলাকার বুচু গ্রামে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে জানতে পেরে সেনাদের একটি দল অভিযান চালায়।
তিনি জানান, সেনাদের দলটি গ্রামটিকে ঘিরে ফেলার প্রস্তুতি নেয়ার সময়ই নিকটস্থ জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের দল তাদের দিকে গুলি চালায়। এতে ৩ জন সেনা সদস্য নিহত হয়।
তিনি আরও জানান, গ্রামটিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নিয়োজিত করা হয়েছে এবং জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশি অভিযানও চালান হয়েছে।
জঙ্গিরা নিহত সেনাদের রাইফেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
উল্লেখ্য,বৃহস্পতিবার জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার কমান্ডার হিলাল মৌলভি পুরোনো শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি সম্মুখযুদ্ধে নিহত হয়। ওই দিন তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৫২১ঘণ্টা, মে ২৪, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com