ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়া শান্তি সম্মেলনে অংশ নিতে আগ্রহী: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, মে ২৪, ২০১৩
সিরিয়া শান্তি সম্মেলনে অংশ নিতে আগ্রহী: রাশিয়া

ঢাকা: রাশিয়া জানিয়েছে, আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেওয়ার শর্তে রাজি হয়েছে সিরিয়া। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ওই সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভায় হওয়ার কথা রয়েছে।



শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সজান্দার লুকাশেভিচ বলেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার শর্তে দামেস্ক রাজি হয়েছে। ”

সম্মেলনটি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে পেতে সিরীয়দের স্বার্থে আয়োজন করা হচ্ছে বলে উল্লেশ করেন লুকাশেভিচ।

বুধবার মস্কোয় আলোচনার পর সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বলেছিলেন, “সরকার ও বিরোধী প্রতিনিধিদের একত্রিত করার উদ্দেশ্যে অনুষ্টেয় সম্মেলনে অংশ নেওয়া হবে কিনা সে ব্যাপারে সরকার শিগগির সিদ্ধান্ত নেবে । ”

এদিকে লুকাশেভিচ বলেছে, ১৫ মে জাতিসংঘের সাধারণ পরিষদে বিরোধীদের প্রশংসা ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমালোচনা করে যে প্রস্তাব গৃহীত হয়েছে তা সমঝোতা প্রত্যাখান করতে বিরোধীদের উসকে দিয়েছে।

ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সম্মেলন ১০ জুন হতে পারে। তবে লুকাশেভিচ জানান, এ ধরনের সংবাদকে ‘গুরুত্ব দেওয়া’ যাবে না কেননা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের মধ্যে মতপাথর্ক্য রয়েছে।

তুরস্কের ইস্তাম্বুলে সিরিয়ার অন্তবর্তী সরকার নিয়ে বৈঠক করছে সিরীয় বিদ্রোহীদের জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি)। এসএনসি জানিয়েছ, আসাদ প্রেসিডেন্ট পদ ছেড়ে দিলে কেবল তখনই তারা ‘জেনেভা ২’ এ অংশ নেবে।

এসএনসির জ্যেষ্ঠ এক সদস্য লুয়াই সাফি বলেন, “এটি উদ্বেগের বিষয় যে এ ঘোষণা দামেস্কে না দিয়েছে মস্কোয় দেওয়া হয়েছে। সিরিয়ার সরকারের মুখপাত্রের কাছ থেকে আমরা এ সম্পর্কে পরিষ্কার হতে চাই। ”

তিনি বলেন, “অনেক অস্পষ্টতা রয়েছে। ‘শর্ত’ মানে কী? আমরা সোজা-সাপটা জবাব চাই...আমরা জেনেভার উদ্দেশ্য স্পষ্টভাবে জানতে চাই। ”

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ শান্তি প্রক্রিয়ার চেষ্টা নিয়ে আলোচনা করতে শুক্রবার সিরিয়ার সরকারবিরোধী তুরস্কে দ্বিতীয় দফার মতো আলোচনায় বসে। গত জুন মাসে সিরিয়ার অন্তবর্তী সরকার গঠনের লক্ষ্যে জেনেভায় প্রথম বৈঠক হয়। কিন্তু ওই বৈঠকে যে শান্তি প্রস্তাব করা হয়েছিল তা বাস্তবায়িত হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে ২৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।