কলকাতা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিরল কবিতা ও ছড়া সংগ্রহ নিয়ে ‘চিঠি’ শীর্ষক অ্যালবাম প্রকাশ করা হবে। কবির জন্মদিনে কলকাতার নজরুল মঞ্চে অ্যালবামটি প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন কবির পৌত্রি অনিন্দিতা কাজী। তার গলায় শোনা যাবে বিদ্রোহী কবির শিশুসাহিত্যের একগুচ্ছ সম্ভার। অ্যালবামে থাকছে বহু পরিচিত ‘কাঠবিড়ালি’ ও ‘লিচু চোর’কবিতা দুইটি।
অনিন্দিতা কাজী আশা করছেন, দুই বাংলায় শিশু-কিশোরদের কাছে কবিকে পৌঁছে দিতে ‘চিঠি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের কাছে নতুন করে ধরা দেবেন বিদ্রোহী কবি।
বাংলাদেশ সময় : ১৮২২ ঘন্টা, মে ২৪, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস