ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মৃত্যুর ২ বছর পর লাশ উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, মে ২৪, ২০১৩
মৃত্যুর ২ বছর পর লাশ উদ্ধার!

ঢাকা: সুইডেনের একটি অ্যাপার্টমেন্টে মৃত্যুর ২ বছর পর এক মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

একজন শ্রমিক উত্তর স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে লাশটি খুঁজে পায়।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়, ২ বছরের অধিক সময় ধরে লাশটি এখানে পড়ে আছে।

স্টোকহোম পুলিশের মুখপাত্র জানায়, “এটি একটি দুঃখজনক ঘটনা। কিন্তু বড় বড় শহরগুলোতে যেমন সম্পুর্ণ সামাজিক নিয়ন্ত্রণ নেই তেমনি আবাসিক অ্যাপার্টমেন্টগুলোতেও মানুষ একে অপরকে জানতে আগ্রহী নয়। ”

পুলিশ এই ঘটনার জন্য সামাজিক পরিসেবাকে অভিযুক্ত করেছে।

অ্যাপার্টমেন্টের যে ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার হয়েছে তার পাশের ফ্ল্যাটে বসবাসরত এক নারী বলেন, “এটি আশ্চর্যজনক, না জানি সারা দেশে এমন কত মৃত মানুষ রয়েছে। ”

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ২৪ ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।