ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হামলায় ন্যাটোর গাড়িচালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, মে ২৪, ২০১৩
হামলায় ন্যাটোর গাড়িচালক নিহত

ঢাকা: আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিনপশ্চিমে একটি শহরে ন্যাটোর গাড়ি বহরে বন্দুকধারীর গুলিতে গাড়ি চালক নিহত হয়েছে। এছাড়া গুলিবর্ষণে গাড়ির হেল্পার আহত হয়েছে।



আদিবাসি অধ্যুষিত খাইবার প্রদেশের লান্দি কোতালের সাঘাই এলাকায় হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা খান দাদ বলেন, “আফগানিস্থান থেকে পাকিস্তানে আসার পথে বন্দুকধারীরা পাহাড় থেকে ন্যাটোর গাড়িবহরে গুলিবর্ষণ শুরু করে। এতে ওই গাড়ি চালক নিহত হন এবং হেল্পার আহত হন। ”

স্থানীয় সামরিক কর্মকর্তা ঘটনার কথা নিশ্চিত করেন।

স্থলবেষ্টিত আফগানিস্তানে ন্যাটোর রসদ পৌছানোর একমাত্র পথ হলো পাকিস্তান। পাকিস্তান-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তির অধীনে ন্যাটো সদস্যরা আফগানিস্তান ভ্রমন করতে পারে। এই চুক্তির মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত।


বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ২৪ ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।