ঢাকা: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবতরণের আগ মুহূর্তে আকস্মিকভাবে গতিপথ পরিবর্তন করে এসেক্সের স্টান্সটেড বিমানবন্দরে অবতরণ করেছে পাকিস্তানের একটি যাত্রীবাহী বিমান।
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি লাহোর থেকে রওয়ানা হয়েছিলো।
বিমানটির গতিপথের এ আকস্মিক ও রহস্যজনক পরিবর্তনের প্রেক্ষিতে যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান স্ট্যান্সটেড বিমান বন্দরে অবতরণের পূর্ব পর্যন্ত বিমানটিকে প্রহরা দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা স্কাই নিউজ।
তবে নিরাপত্তা কর্মকর্তারা এখন নিশ্চিত করতে পারেনি বিমানটির এই অনির্ধারিত অবতরণের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ২৪, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর