ঢাকা: লন্ডনের নিকতবর্তী এসেক্সের স্ট্যান্সটেড বিমানবন্দরে জঙ্গি বিমানের প্রহরায় একটি পাকিস্তানি বিমানের অনির্ধারিত অবতরণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ।
শুক্রবার ম্যানচেস্টার বিমানবন্দরে পূর্ব নির্ধারিত অবতরণের প্রাক্কালে আকস্মিকভাবে গতিপথ পরিবর্তন করে লাহোর থেকে রওয়ানা হওয়া বিমানটি।
এ সময় বিমানটির নিরাপত্তায় একটি জঙ্গি বিমান ওড়ায় ব্রিটিশ কর্তৃপক্ষ। পরে লন্ডনের অদূরে এসেক্স কাউন্টির স্ট্যান্সটেড বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি।
এ সময় বিমান থেকে নামিয়ে এনে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে এসেক্স পুলিশ। তারা জোর করে বিমানের ককপিটে প্রবেশের চেষ্টা চালায় বলে এক যাত্রীর উদ্ধৃতি দিয়ে জানায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা স্কাই নিউজ।
পিআইএ’র পিকে ৭০৯ নং ফ্লাইটটির ব্রিটেনের স্থানীয় সময় দুপুর দুইটায় ম্যানচেস্টার বিমানবন্দরে অবতরণের কথা ছিলো। এ ব্যাপারে ম্যানচেস্টার বিমানবন্দরের একজন মুখপাত্র জানান ম্যানচেস্টারে অবতরণের কথা থাকলেও এসেক্সের স্ট্যান্সটেড বিমান বন্দরে অবতরণ করে ফ্লাইটটি । বিষয়টি এখন এসেক্স কাউন্টি পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।
এদিকে ওই বিমান থেকে জরুরি বার্তা পেয়েই টাইফুন জঙ্গি বিমানটিকে ওড়ানো হয় বলে ব্রিটিশ নিরাপত্তা সূত্রে জানা গেছে। এ ব্যাপারে পিআইএ’র মুখপাত্র জুলফিকার বিজারানি বলেন তারা এর আগে জেনেছিলেন, যে বিমানটিতে বোমা রয়েছে। তবে এতে সত্যিই বোমা আছে কিনা তা নিশ্চিত করেননি তিনি।
অবতরণের প্রাক্কালে বিমানটিতে ১৪ ক্রু সহ ৩০৮ জন যাত্রী ছিলো বলে পিআইএ সূত্রে জানা গেছে। যাত্রীদের অধিকাংশই ব্রিটিশ ও পাকিস্তানি পাসপোর্টধারী । বিমানের সব যাত্রী সুস্থ ও অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে বিমান চলাচল ও নিরাপত্তা বিষয়ক জার্নাল অ্যাভিয়েশন সিকিউরিটি ইন্টারন্যাশনালের ফিলিপ বম বিবিসিকে বলেন, বিষয়টি নিশ্চিতভাবেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এ ধরণের ক্ষেত্রে জঙ্গি বিমান পাঠানো স্বাভাবিক কোনো ব্যাপার নয়।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ২৪, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর