ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বোস্টন হামলার শুনানি পিছিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, মে ২৫, ২০১৩
বোস্টন হামলার শুনানি পিছিয়েছে

ঢাকা: বোস্টন ম্যারাথনে সন্দেহভাজন বোমা হামলাকারী জোখার সারনায়েভের শুনানি পিছিয়েছে। আগামী ২ জুলাইয়ে এ শুনানি হওয়ার কথা ছিল।

নতুন করে ১০ জুলাই শুনানির দিন ধার্য করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারপক্ষের আইনজীবীরা।

বোস্টনের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ‍অন্যান্য যেসব অভিযোগ জোখারের বিরুদ্ধে আনা হয়েছে সেসব প্রমাণিত হলে ‍যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে তার।

১৫ এপ্রিল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ম্যারাথন চলাকালে জোড়া বোমা হামলা হয়। এতে তিন জন নিহত ও আড়াই শতাধিক লোক আহত হয়।

এর পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফুটেজ দেখে সন্দেহভাজন বোমা হামলাকারীদের চিহ্নিত করে। তাদের ধরতে অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দারা।

১৯ এপ্রিল পুলিশের গুলিতে নিহত হয় জোখারের বড় ভাই তামেরলান সারনায়েভ। অভিযোগ রয়েছে, তামেরলানই বোমা হামলা ঘটিয়েছে। এর পরের দিন জোখারকে গ্রেফতার দেখায় যুক্তরাষ্ট্র পুলিশ।

সারনায়েভ সহোদর চেচনীয় বংশোদ্ভুত। বাবা-মাসহ রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছিল তারা। কয়েক বছর আগে তাদের বাবা-মা রাশিয়ায় ফেরত গেলেও তারা যুক্তরাষ্ট্রে থেকে যায়।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।