ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে তীব্র দাবদাহে মৃত ১৮

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, মে ২৫, ২০১৩
অন্ধ্রপ্রদেশে তীব্র দাবদাহে মৃত ১৮

নয়াদিল্লি:  ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যজুড়ে তীব্র দাবদাহে এ পর্যন্ত মারা গেছেন ১৮জন।

কয়েকদিনের প্রচণ্ড গরমে রাজ্যের আদিলাবাদ, ওয়ারেঙ্গল ও করিমনগরে এ পর্যন্ত  দু’জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।



এছাড়া পূর্ব গোদাবরী, নেল্লোর, কাদ্দাপাসহ বিভিন্ন জায়গা থেকেও পাওয়া গেছে মৃত্যুর খবর।
 
রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের গুন্টুর ও করিমনগর জেলার তাপমাত্রা এখন ৪৬ ডিগ্রি। ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মহাভুবনগড়ের।
 
হায়দ্রাবাদ, আদিলাবাদসহ রাজ্যের সব জায়গায় তীব্র তাপ প্রবাহে মানুষ প্রায় গৃহবন্দি।

রাজ্যের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে, এই গরম হাওয়ার উৎপত্তি ভারতের রাজস্থান। আগামী ১৫ দিনে অন্ধ্রপ্রদেশের তাপমাত্রা আরও বাড়তে পারে।

তবে, বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনোরকম নিম্নচাপ তৈরি হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ২৫, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।