ঢাকা: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকা মহাদেশের দেশগুলোর সংগঠন আফ্রিকান ইউনিয়নের (এইউ) প্রতিষ্ঠার ৫০ বছর পালিত হচ্ছে। নানা সমস্যার মধ্যেও পথচলায় এই সংগঠন যেটুকু অর্জন করেছে তা স্মরণ করতেই ধুমধামে চলছে সুবর্ণ জয়ন্তি উৎসব।
আফ্রিকান ইউনিয়নের সদর দফতর আদ্দিস আবাবায় অবস্থিত। ১৯৬৩ সালের ২৫ মে ৩২টি দেশ নিয়ে যাত্রা শুরু করে অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি (ওএআই)। ২০০২ সালের ২৬ মে এর নাম পরিবর্তন করে রাখা হয় আফ্রিকান ইউনিয়ন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম ডেসালেগুন। তিনি বলেন, “এইউর প্রশান্ত মহাসাগরীয়-আফ্রিকা অঞ্চলে মুক্তি, স্বাধীনতা আর ঐক্যে অর্জন এখনও অনেক দূরে রয়েছে। ”
এইউ’র প্রধান নকোসাজানা দ্লামিনি-জুমা বলেন, দ্বন্দ্বের অবসান সম্ভব একমাত্র সংহতি ও ঐক্যের মাধ্যমে।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “ভবিষ্যত আমাদের হাতে, এটি উজ্জ্বল...মহাদেশকে সমৃদ্ধশালী করার ব্যাপক সুযোগ রয়েছে। ”
ধারনা করা হচ্ছে, উৎসবে যোগ দিতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাঁদ, চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সদস্যভুক্ত ৫৪টি দেশের প্রায় এক হাজার অতিথি যোগ দিয়েছে উৎসবে। ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com