ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের প্রতিরক্ষা সচিব হচ্ছেন রাধাকৃষ্ণ মাথুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, মে ২৫, ২০১৩
ভারতের প্রতিরক্ষা সচিব হচ্ছেন রাধাকৃষ্ণ মাথুর

কলকাতা: ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হচ্ছেন বলিষ্ঠ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) কর্মকর্তা রাধাকৃষ্ণ মাথুর। তিনি শশীকান্ত শর্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।



শনিবার প্রতিরক্ষা দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

১৯৭৭ সালে শ্রী মাথুর আইএএস হিসেবে কাজে যোগ দেন। প্রতিরক্ষা সচিবের পদ গ্রহণ করার আগে তিনি প্রতিরক্ষা দপ্তরে কর্মরত ছিলেন।

মনিপুর-ত্রিপুরা ব্যাচের এই আইপিএস আগামী দুই বছর প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পালন করবেন।

শ্রী মাথুর ১৯৫৩ সালে ২৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। এরপর তিনি আইআইটি কানপুর থকে ইঞ্জিনিয়ারিং পাস করেন ও আইআইটি দিল্লি থকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর সালভানিয়া থেকে তিনি এমবিএ ডিগ্রি লাভ করেন।

এর আগে শ্রী মাথুর ত্রিপুরার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ২৫, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।