ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মনমোহনের জাপান সফরে গুরুত্ব পাবে নিউক্লিয়ার প্রযুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, মে ২৫, ২০১৩
মনমোহনের জাপান সফরে গুরুত্ব পাবে নিউক্লিয়ার প্রযুক্তি

কলকাতা: সোমবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জাপান সফর। ভারতের প্রধানমন্ত্রীর তিন দিনের জাপান সফরে সর্বোচ্চ গুরুত্ব পেতে চলেছে অসামরিক ক্ষেত্রে নিউক্লিয়ার প্রযুক্তির বিষয়টি।



শুক্রবার দিল্লিতে বিদেশ সচিব রঞ্জন মাথাই সাংবাদিকদের জানান "আমারা আশাবাদী এই বছরের শেষে সম্ভবত  অসামরিক ক্ষেত্রে  নিউক্লিয়ার  প্রযুক্তির বিষয়ে চুক্তির কাজ অনেকটাই এগিয়ে যাবে। " তিনি আরও জানান এই চুক্তির সময় নিরাপত্তার বিষয়টি সব থেকে গুরুত্ব দিয়ে বিচার করা হবে।

২০১১ সালের ১১ মার্চ সুনামির ধাক্কায় জাপানের ‘ফুকুসিমা নিউক্লিয়ার রিয়েক্টার’ ক্ষতির মুখে পড়েছিল।   এর থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় পদার্থের ফলে বেশ কিছু কর্মী অসুস্থ হয়ে পড়েন। বিপুল পরিমাণ মানুষকে স্থানান্তরিত করতে হয়।

নিউক্লিয়ার প্রযুক্তির বিষয়টি ছাড়াও এল পি জি-এর দাম নিয়ে জাপান সরকার এর সঙ্গে আলোচনায় বসবেন ড. মনমোহন সিং। এছাড়াও সমুদ্রে গর্ভে হিমায়িত  গ্যাস নিয়ে জাপানের আবিষ্কার বিষয়ে ভারত যথেষ্ট উতসাহী বলে জানা গেছে।  

ডেডিকেটেড ফ্রেট করিডোর প্রজেক্ট, "মুম্বাই-দিল্লি ইন্ডাস্ট্রিয়াল করিডর" এবং "চেন্নাই-ব্যাঙ্গালোর করিডর" নিয়েও আলোচনা হবে বলে জানান  রঞ্জন মাথাই। এসব পরিকল্পনায় জাপানের সক্রিয় ভূমিকা রয়েছে।

এ সফরে ড. মনমোহন সিং-এর সঙ্গে থাকছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক নির্দেশক শিবশংকর মেনন এবং এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। জাপান থকে প্রধানমন্ত্রী থাইল্যান্ডে যাবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ২৫, ২০১৩  
ভাস্কর/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।