ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রিগবির ‘প্রেমিকা’ আফগানিস্তান থেকে লন্ডনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, মে ২৫, ২০১৩
রিগবির ‘প্রেমিকা’ আফগানিস্তান থেকে লন্ডনে

ঢাকা: ব্রিটিশ সেনা ড্রমার লি রিগবির হত্যার খবর শুনে আফগানস্থানে থেকে লন্ডনে  চলে এসেছেন তার ‘প্রেমিকা’। আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর মিশনে কর্মরত রয়েছেন নিহত রিগবির ওই প্রেমিকা।



যুক্তরাজ্যের একটি সংবাদপত্র এ খবর জানিয়েছে।

শুক্রবার রিগবিকে পারিবারিকভাবে সম্মান জানানো হয়। রিগবির প্রেমিকাও লন্ডনে ফিরেছেন সম্মান জানানোর জন্য। রিগবির প্রেমিকা ব্রিটিশ রাজকীয় পুলিশে চাকরি করেন।
 
ন্যাটো নেতৃত্বাধীন আফগানিস্তান মিশনে ২০০৯ সালে দেশটির হেলমান্দ প্রদেশে কর্মরত ছিলেন লি রিগবি। ২০০৬ সালে তিনি ব্রিটিশ সামরিক বাহিনীতে যোগ দেন। তার দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।

একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, স্ত্রী রেবেকার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে রিগবির। অন্য আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, তার স্ত্রী রেবেকা বলেন, “আমি লিকে ভালোবাসি এবং সব সময় বাসব। আমি তার স্ত্রী হতে পেরে গর্বিত। ”

তিনি জানান, তাদের সমস্যা সমাধান চলতি সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কথা ছিল।

বুধবার লন্ডনের উলউইচে ছুড়িকাঘাতে নিহত করা হয় দ্বিতীয় ব্যাটেলিয়ন রয়্যাল রেজিমেন্ট অব ফুসিলিয়ারেসের সদস্য রিগবি।

ইতোমধ্যে পুলিশ দুই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে। জানা গেছে, হত্যা করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তারা আহত হয়েছে। পৃথক দুটি হাসপাতালে মাইকেল আদেবোলাজো ও মাইকেল ওলুওয়াতোবি আদেবোওয়ালে নামের ওই দুই সন্দেহভাজন চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়াও ২৯ বছর বয়সী এক পুরুষ ও নারীকেও হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছে ব্রিটিশ পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড। তদন্তকারী কর্মকর্তা জানান, “এটি একটি বড়, জটিল এবং দ্রুততর তদন্তের বিষয়। ”

শনিবার সকালে পুলিশ জানায়, রিগবির পোস্ট মর্টেম করা হয়েছে কিন্তু তার মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।

বাংলাদেশ: সময় ১৬৪৪ ঘণ্টা, মে ২৫, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।