কলকাতা: পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মেয়াপ্পানকে।
শনিবার মুম্বাই আদালত ২৯ মে পর্যন্ত তাকে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশনা দেয়।
আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে বেশ কয়েক ঘণ্টার জন্য মুম্বাই অপরাধ শাখা দ্বারা তাকে জেরা করা হয়।
উল্লেখ্য, মুম্বাই পুলিশের জালে আগেই ধরা পড়েছেন অভিনেতা বিন্দু দারা সিং। তিনিই ফাঁস করে দেন সিএসকের সিইও গুরুনাথের নাম। মেয়াপ্পানের বিরুদ্ধে সরাসরি খেলায় বাজি ধরার অভিযোগ এনেছেন বিন্দু। তিনি ২১ মে অভিনেতা বিন্দু দারা সিংয়ের স্পট ফিক্সিং কেলেঙ্কারি জেরে মুম্বাই পুলিশ পাঁচ দিনের জন্য মেয়াপ্পানকে পুলিশি হেফাজতে নিয়েছে।
এদিকে, রোববার আইপিএল ৬-এর ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংসের ম্যাচের পরে শ্রীনিবাসনকে সভাপতির পদ থেকে সরতে হতে পারে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ২৫, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর